গোসানীমারী  আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির


আদ্যা মা ট্রাস্ট


গোসানীমারী  আদ্যা মা ট্রাস্টের পক্ষ থেকে আজ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ৫০৬ জন আজ এই শিবিরের সুবিধা গ্রহণ করেন। আজকের স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার এস আর রয়, ডাক্তার কুন্তল রায়, ডাক্তার সোহম মণ্ডল, ডাক্তার বাপি লাল বালা, ডাক্তার পুলক আদক প্রমূখ চিকিৎসক ছাড়াও এদিনের শিবিরে  বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি, সুগার টেস্ট প্রভৃতির ব্যবস্থাও ছিলো।  

আদ্যা মা ট্রাস্টের সভাপতি জয়তী ভৌমিক বলেন 'সারবছরই  বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকে গোসানীমারীর 'আদ্যা মা ট্রাস্ট'। আজ এই শিবিরের  সুবিধা পেয়ে মানুষজন খুবই খুশি হয়েছেন। আগামীতে এই ধরণের শিবির আরও করা হবে।