লক্ষ্মীর ভান্ডারের আদলেই গৃহলক্ষ্মী স্কিম ক্ষমতায় এলেই গোয়াতেও চালু করবে তৃনমূল। তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবেই এই ঘোষণা করে দেওয়া হল৷ একুশের নির্বাচনের আগে বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃনমূল। আর সেই মতোই ক্ষমতায় আসার পর শুরু হয়ে গিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার গোয়াতেও একই প্রতিশ্রুতি তৃণমূলের। তবে এক্ষেত্রে একটু আলাদা।
তৃণমূলের ঘোষণা অনুযায়ী, ক্ষমতায় এলে গোয়ায় পরিবার পিছু একজন করে মহিলা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন৷ ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে তৃণমূল এই প্রকল্প বাস্তবায়িত করবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷
এই ঘোষনার পরেই গৃহলক্ষ্মী স্কিম নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবার বিঁধলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, "দিদি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য গোয়ার প্রতিটি দরিদ্র মহিলাকে 5000 টাকা অফার করছেন।
রাহুল গান্ধী বহুদিন ধরে এই দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে ন্যূনতম আয় সহায়তার জন্য আন্দোলন করে আসছেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি বাংলার মহিলাদের জন্য 500/1000 টাকা প্রদান করা শুরু করেছে এবং তাও "রোল অফ রোল অন" mode এ।
গোয়ার মহিলাদের প্রলুব্ধ করার আগে দিদির উচিত নিজের রাজ্য বাংলার মহিলাদের আগে 5000 টাকা করে দেওয়া শুরু করা। গোয়ার মহিলাদের 5000 দিলে বাংলায় 500 কেন ?
এদিকে বাংলার মাথার ওপর পাহাড় প্রমাণ ঋণের বোঝা,
আপনারা জানেন যে বাংলা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক গোয়াতে ছোটখাটো চাকরিতে কুলি মজদুর রাজমিস্ত্রি হোটেলের বাসন মাজা কাজে নিযুক্ত রয়েছে, কিন্তু উল্টোদিকে বাংলায় কোনও গোয়ার লোক কে এমন কোনও যৎসামান্য কাজের তাগিদে আসতে দেখবেন না।
প্রিয় গোয়াবাসী, তৃণমূল পার্টির ধান্দাবাজদের দ্বারা প্রতারিত হবেন না, ফাঁদে পা দেবেন না। দিদির হাতে বাংলা রোজ পিছিয়ে পড়ছে, সমীক্ষা পড়ুন, নিজেরা রিপোর্ট দেখুন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊