eKYC করেছেন? না করলে পাবেন না PM KISAN এর টাকা, কীভাবে করবেন জেনে নিন PM Kisan Samman Nidhi Yojana

eKYC করেছেন? না করলে পাবেন না PM KISAN এর টাকা, কীভাবে করবেন জেনে নিন  

PM KISAN



প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির বেনিফিসিয়ারি লিস্ট ইতিমধ‍্যে প্রকাশ করেছে কেন্দ্র। কিন্তু সেই টাকা পেতে সরকার eKYC করবার ব্যবস্থা করেছে। এতে করে মৃত ব্যক্তির একাউন্টে যেমন এই প্রকল্পের টাকা যাবে না, তেমনি অন্য কোন অসাধু উপায় অবলম্বন করেও কিষান সম্মান নিধির টাকা নেওয়া যাবে না। 

এই জন্য CSC কেন্দ্র গুলিতে বায়মেট্রিক পদ্ধতিতে করা হচ্ছে eKYC , আধার তথ্য দিয়ে মূলত এই eKYC করা হচ্ছে বলে জানা গিয়েছে।  


মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi) কিষান সম্মান নিধি  (PM Kisan Samman Nidhi Yojana) যোজনার ১০ নম্বর কিস্তির টাকা সরাসরি কৃষকদের (Farmer) ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে। তাই দেরি না করে পার্শ্ববর্তী CSC তে যোগাযোগ করুন আর PM KISAN প্রকল্পে eKYC করিয়ে নিন আজই। 


প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তির লিস্ট দেখার উপায়-


স্টেপ ১ - প্রথমেই প্রধানমন্ত্রী কিষানের (PM Kisan) অফিসিয়াল ওয়েবসাইট - https://pmkisan.gov.in/

স্টেপ ২ - এর পর সেখানে ডানদিকে দেখা যাবে ফার্মার কর্নারের (Farmers Corner) অপশন। সেটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৩ - এর পর সেখান থেকে বেনিফিসিয়ারি লিস্টের (Beneficiary List) অপশনে ক্লিক করতে হবে। 

স্টেপ ৪ - একটা নতুন পেজ খুলবে সেখানে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের ডিটেলস ইত্যাদি এন্টার করতে হবে।

স্টেপ ৫ - এর পর ক্লিক করতে হবে গেট রিপোর্ট (Get Report) অপশনে। এখানেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সকল কিস্তি প্রাপকদের নামের লিস্ট দেখতে পাওয়া যাবে।

PM Kisan Samman Nidhi Yojana:

#DigitalIndia #RuralEmpowerment #PMKisan #MondayMood

একটি মন্তব্য পোস্ট করুন

10 মন্তব্যসমূহ

thanks