মদ্যপান করে পরপর ৪টি গাড়িতে ধাক্কা , আহত ৫ জন

car


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সড়ক দুর্ঘটনা কমাতে রাজ্যে সেভ ড্রাইভ, সেভ লাইভ প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্য সরকার। আর সেই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। এরই মধ্যে আবারো বেপরোয়া গাড়ি দৌরাত্ম্যর দুর্ঘটনা ঘটলো শিল্পাঞ্চলের রানিসায়ের মোড়ে।

জানা গেছে রানীগঞ্জের দু নম্বর জাতীয় সড়কের রানিসায়ের মোড়ে সুইফট ডিজার গাড়ি মদ্যপান অবস্থায় চালাচ্ছিলো । সেই গাড়িটি অন্য পরপর ৪টি গাড়িকে ধাক্কা মারে ।

দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয় ৫ জন । এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনায় আহতদের তারাই উদ্ধার করে রানীগঞ্জের বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে উদ্ধার করে রানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় । জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ।