Cyclone Jawad -  উপকূল ধরে বাংলায় ঢুকবে গভীর নিম্নচাপ হয়ে

Cyclone Jawad

Cyclone Jawad




আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড় জওয়াদ (Jawad), হবে না ল্যান্ডফল। উপকূল ধরে বাংলায় ঢুকবে গভীর নিম্নচাপ হয়ে। গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি। জাওয়াদের প্রভাবে কাল থেকেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

ঘূর্ণিঝড় (Cyclone) জওয়াদ (Jawad) শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে আগেই এমন সতর্কতা জারি করা হয়েছে।

তবে রবিবার এই জওয়াদ (Jawad) পুরীতে ল্যান্ডফল না করে উপকূল ধরে বাংলায় প্রবেশ করতে চলেছে। যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। 

রবিবার পুরীতে আঘাতের পর জওয়াদের জেরে ওড়িশা এবং বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে জওয়াদের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং দক্ষিণ ওড়িশার (Odisha) উপকূলবর্তী বেশ কিছু এলাকায় শক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ওই অঞ্চলগুলিতে বৃষ্টির রেশ উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।