রাজবংশী ভাষা সহ আরও একাধিক সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি জারি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়ে




রাজবংশী ভাষার সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়ে। সম্প্রতি এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়। আগ্রহী ও যোগ‍্য প্রার্থীরা ২৯শে ডিসেম্বর ২০২১-র মধ‍্যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।




শুধু রাজবংশী নয় রাজবংশী ভাষা ছাড়াও Human Rights and Duties ও Geospatial Technology তেও সার্টিফিকেট কোর্সে ভর্তি নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়।



রাজবংশী ভাষা:

মোট ভর্তি নেবে: ৮৫ জন

যোগ‍্যতা: ১০+২ মোডে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে উত্তীর্ন হতে হবে। তবে ১০+২+৩ যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ‍্যালয় থেকে পাশ হলে অগ্রাধিকার থাকবে। অর্থাৎ, উচ্চ মাধ‍্যমিক পাশ হলে আবেদন করা যাবে এবং স্বীকৃত বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হলে অগ্রাধিকার।

কোর্স ফি: ₹ ৩০০০



Human Rights and Duties

মোট ভর্তি নেবে : ৩০ জন

যোগ‍্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হতে হবে।

কোর্স ফি: ₹ ৩০০০



Geospatial Technology

মোট ভর্তি নেবে: ৩০ জন

যোগ‍্যতা: স্বীকৃত বিশ্ববিদ‍্যালয় থেকে BA/BSC/MA/MSC পাশ হতে হবে।

কোর্স ফি: ₹ ১৪০০০



আরো বিস্তারিত জানতে নজর দিন অফিশিয়াল নোটিফিকেশনে:



আবেদন করতে ক্লিক করুন:CLICK HERE