Latest News

6/recent/ticker-posts

Ad Code

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রান হারালেন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ আরও ১১ জন

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রান হারালেন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ আরও ১১ জন 

বিপিন রাওয়াত




তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার। জানা যাচ্ছে, তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে বেলা ১২.৪০ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া এই কপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবারের সদস্যরা-সহ ১৪ জন।জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন লেগে যায়।



কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat), নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা।



দিল্লি (Delhi) থেকে সুলুর (Sulur) হয়ে ওয়েলিংটন যাওয়ার পথে বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনা ঘটে। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান - ডিফেন্স স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে।



ভারতীয় বায়ুসেনা টুইট করে জানিয়েছে জিপি ক্যাপ্টেন বরুণ সিং এসসি, ডিএসএসসি-এর ডিরেক্টরিং স্টাফ, বর্তমানে ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। অপর একটি টুইটে জানিয়েছে, গভীর দুঃখের সাথে, এটি এখন নিশ্চিত করা হয়েছে যে জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং বোর্ডে থাকা আরও 11 জন দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।


indian air force



ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কুন্নুরে। সিডিএস বিপিন রাওয়াত ছিলেন কপ্টারে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



এদিকে আইএএফ হেলিকপ্টারে থাকা 14 জনের মধ্যে 13 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে সূত্র জানায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code