আপনার রেশন (ration) কার্ডের যে কোন সমস্যার সমাধান আপনার মোবাইলেই (mobile)  ration card, west bengal ration card, ration card search, west bengal ration card status, wbpds, digital ration card, ration card status check, 

ration



রাজ্য সরকার রেশন নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। তবু রেশন নিয়ে একাধিক সমস্যা রয়েছে সাধারণ মানুষের। তবে এখন সেই সব সমস্যার সমাধান হবে আপনার মোবাইলেই।


আপনার মোবাইলের Whatsapp থেকে শুধুমাত্র HI বা HELLO লিখে পাঠালেই চলে আসবে ভাষা পছন্দের অপশন। যদি বাংলা ভাষায় দেখতে চান তাহলে 'ব' লিখুন। এরপর আটটি বিষয় চলে আসবে আপনার মোবাইলে- এবার সেই বিষয় খুঁজে দেখুন আপনার জিজ্ঞাসার বিষয়টি রয়েছে কিনা আর থাকলে কত নাম্বারে। সেই নাম্বারটি এবার লিখলেই সেই সংক্রান্ত বিষয় চলে আসবে আপনার সামনে।


মূলত যে বিষয়গুলি সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন-

১ : তথ্য / অনুসন্ধানের জন্য
২ : রেশন কার্ড সম্পর্কিত আবেদনপত্র
৩ : ধান কেনা সম্পর্কিত তথ্য জানতে
৪ : অভিযোগ জমা দেওয়ার জন্য
৫ : রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর কি ভাবে সংযুক্ত করবেন
৬ : রেশন কার্ড সম্বন্ধিত তথ্য জানতে
৭ : অন্য যে কোন তথ্যে জানতে
৮ : 'খাদ্য সাথী' সম্পর্কিত পরিষেবা

Department of Food and Supplies Government of West Bengal যে Whatsapp নাম্বারটি চালু করেছেন সেটি হলো- 99030 55505 , এখনি নাম্বারটি আপনার মোবাইলে সেভ করুন আর Whatsapp করুন।