নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের কাজ: হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সাইদুল্লা মুন্সী
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই হলো সংবাদ মাধ্যমের বড়ো ভুমিকা।ইনফরমেশন দিতে গেলে একটা স্বচ্ছ টেনেসফারেন্সি দরকার। আর এটা করার জন্য প্রযোজন সংবাদ মাধ্যম।রবিবার বর্ধমান টাউন হলে সংবাদ মাধ্যম ও কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে সংবাদিক প্রশিক্ষণ শালা অনুষ্ঠানে এসে একথা বলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি সাইদুল্লা মুন্সী সাহেব।
এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের এ জি পি আনসার মন্ডল সহ অন্যান্যরা।এদিন প্রদীপ প্রজ্বলনের করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন বিচার পতি সাহিদুল্লা আনসারী।তিনি বলেন নিরপেক্ষ ও সাহসী নিয়ে তুলে ধরবে মানুষের কাছে।সত্য নিয়ে চলবে, মিথ্যার কাছে মাথা নত করবে না,।এটাই সংবাদিকের প্রধান কাজ।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবা।,নির্ভীক ভাবে কাজ করবেন মাথা নত করবেন না।সাংবাদিকদের একটা আইডেন্টিফিকেশন থাকা দরকার।বলে বলে প্রাক্তন বিচার পতি।
মোল্লা জোসিমুদ্দিন বলেন আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের খরব সম্প্রচার করতে গিয়ে দেখেছি যে তাদের রোশের মুখে পড়তে হয়েছে।সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে লিগাল নোটিশও দেওয়া হয়েছে।কিন্তু বার কাউন্সিলারের অনুমতি ছাড়া যে এই সমস্ত কাজ করা যায় না সে বিষয়েের পাশাপাশি আইনী সম্পর্কে বিশ্বেষ আলোচনা করা এই কর্মশালায়।
বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় বলেন কোনো সংবাদ সম্প্রচার করার সময় নিজেকে ট্যাগফুলি হতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊