what to do and what to buy in Dhanteras

Dhanteras



ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা ধন্বন্তরীর পুজো করা হয়। প্রদীপ দেওয়া হয় তুলসীতলায় বা বাড়ির দোরগোড়ায়, যাতে যমরাজ এই উৎসবের আমেজে অকস্মাৎ বাধা না দিতে পারেন। অনেকে এখনো বিশ্বাস করেন এই দিন এমন কিছু কাজ যা একদমই করা উচিৎ নয়, করলেই অমঙ্গল ঘনিয়ে আসে।


আসুন জেনে নেই সেই প্রাচীন বিশ্বাস, ধনতেরাসের দিন ভুলেও যা করা উচিৎ নয় সে সব।

প্রথমত, কালো রঙ থেকে একদম দূরে থাকুন। কালো রঙের কোনও জিনিস এইদিন বাড়িতে একেবারেই নিয়ে আসা উচিৎ নয় বলে প্রচলিত বিশ্বাস। এমনকি কালো প্লাস্টিক পর্যন্ত নয়। কালো রং এইদিনে একেবারেই চলে না।


দ্বিতীয়ত, ছুরি, কাঁচি, বটি অথবা কোনও ধারালো অস্ত্র এমনকি কাঁচের কোন জিনিস কেনা থেকে বিরত থাকুন এইদিন।


তৃতীয়ত অ্যালকোহল কিংবা মাদক জাতীয় পানীয়। একদমই কেনা উচিৎ নয় এই দিন।

ধনতেরাসে কি কেনা উচিৎ? 

ধনতেরাসে কিনতে হয় খাঁটি সোনা-এমনটাই প্রচলিত বিশ্বাস। আর্থিক সঙ্গতি না থাকলে কিনতে পারেন রূপা। শুধু যে সোনা বা রূপার অলঙ্কারই কিনতে হবে তাই নয়, গণেশ, বালগোপাল, দুর্গা, রাধামাধব, লক্ষ্মী যে কোনও দেবদবীর রুপোর মূর্তি ধনতেরাসে কেনার জন্য আদর্শ।


রুপোর সিংহাসন, সিঁদূর কৌটো, চাবির গোছা, মঙ্গল ঘট, ধূপদানি, প্রদীপ, আম্রপল্লব বা বিল্লপত্র সবকিছুই পাওয়া যায় বাজারে। ঠাকুরের মূর্তির নতুন পোশাক কেনার জন্যও এই সময় খুব ভাল।


এছাড়াও কিনতে পারেন রুপোর বাসন। রুপোর থালা, চামচ, বাটি বা গ্লাস ধনলক্ষ্মীর পুজোর জন্য আদর্শ। বাতিদান বা ঘর সাজানোর রুপোর শো-পিসও এখন বাজারে খুব ভাল পাওয়া যায়। আর কিছু না হলে নিদেনপক্ষে রৌপ্যমূদ্রা বা রুপোর কয়েনতো কিনে রাখতেই পারেন।