WBPRB: পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগে সুখবর, প্রচুর শূন্যপদে নিয়োগের পরীক্ষার তারিখ প্রকাশ
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ই ডিসেম্বর ২০২১। তার আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করলো বোর্ড। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি:
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে যান।
'Recruitment’ ট্যাবে গিয়ে 'Recruitment' ক্লিক করুন।
'Recruitment to the Post of Sub-Inspector / Lady Sub-Inspector of Police in West Bengal Police - 2020'-এর পাশে ‘Get Details’-এ ক্লিক করুন।
'Download e-Admit Cards'-তে পাশে ‘Get Details’-এ ক্লিক করুন।
‘CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY EXAMINATION FOR THE POST OF SUB-INSPECTOR/LADY SUB-INSPECTOR (UB) AND SUB-INSPECTOR (AB) IN WEST BENGAL POLICE - 2020’-তে ক্লিক করুন।
Enter Application No লিখুন। Enter Date Of Birth দিয়ে 'Submit' করুন।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন: WBPRB ADMIT CARD DOWNLOAD
পরীক্ষার তারিখ: ৫ই ডিসেম্বর, ২০২১
সময়: বেলা ১২ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট
4 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনVery good news
উত্তরমুছুনআগের গুলার আগে রেজাল্ট দিয়ে নিয়োগ করা হোক
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊