Latest News

6/recent/ticker-posts

Ad Code

অতিথি শিক্ষক নিয়োগ - WB School Guest Teacher Recruitment আজই আবেদন করুন

অতিথি শিক্ষক নিয়োগ - WB School Guest Teacher Recruitment আজই আবেদন করুন

WB School Guest Teacher Recruitment



একদিকে দীর্ঘদিন থেকে নেই নিয়োগ, অপরদিকে উৎসশ্রীর মাধ্যমে বদলির ফলে অনেক বিদ্যালয়ে দেখা দিয়েছে শিক্ষক সঙ্কট। এই পরিস্থিতিতে অতিথি শিক্ষক (Guest Teacher) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে (Walk-in-Interview) বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পদের নাম: অতিথি শিক্ষক (Guest Teacher)

যেসব বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে: এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

  • বাংলা
  • ইংরেজি
  • অংক
  • ইতিহাস
  • ভূগোল
  • জীবনবিজ্ঞান
  • ভৌতবিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ বা পোস্ট গ্রাজুয়েশন পাশ হতে হবে সঙ্গে আপনার B.ED ডিগ্রী থাকতে হবে। এবং অবশ্যই রিটায়ার্ড শিক্ষক হতে হবে। অর্থাৎ যারা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন (Retired Graduate/Post Graduate teacher) একমাত্র তারাই এই পদের জন্য যোগ্য। 

Like our Facebook Page for more update  



নিয়োগ স্থান: নিয়োগ করা হবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর-1, গোয়ালপোখর-2, ইটাহার, কালিগঞ্জ, উত্তরদিনাজপুর এসব ব্লকের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।

বয়স সীমা:  বয়স 62 বছরের নিচে হতে হবে।

আবেদন পদ্ধতি:  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:  শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে এই ইমেইল আইডিতে- disseud@gmail.com.

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:  28/11/2021.

ইন্টারভিউ তারিখ: 29.11.2021 সকাল 11 টার সময়

ইন্টারভিউ স্থান: District Inspector of School(SE), UTTAR DINAJPUR


বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন- বিজ্ঞপ্তি 

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code