দুয়ারে রেশন প্রকল্পে (duare ration scheme) অসংখ্য কর্মী নিয়োগ (job) করছে রাজ্য, আবেদন করুন আজই 

jobs



রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসবার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে রেশন সেবা পৌঁছে দেবেন। আর ক্ষমতায় আসবার পরই শুরু করেছেন দুয়ারে রেশন প্রকল্প। অনেকক্ষেত্রে পাইলট প্রজেক্ট হিসাবে সফলতার মুখ দেখলেও কর্মীর অভাবে অসুবিধায় পড়তে হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। 

আর তাই এবার বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ।  কোনরকম লিখিত পরীক্ষা না দিয়েই সরাসরি ইন্টারভিউ (Walk-in-interview)এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কর্মী। 

রাজ্যের বিভিন্ন বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং অনেকগুলো নোটিফিকেশন একসঙ্গে জারি করা হয়েছে প্রত্যেকটি বিডিও অফিসে আলাদা আলাদা ভাবে। যেসব বিডিও অফিসের কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- কালনা পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান সদর, পূর্ব বর্ধমান মেমারি ২, পূর্ববর্ধমান রাইনা-২, বর্ধমান ২, বর্ধমান সদর দক্ষিণ। 

আপনার জেলার আপডেট পেতে আমাদের Whatsapp Group এ জয়েন করুন আজই, সাথে পাবেন আরও অন্যান্য নিউজ আপডেট প্রতিমুহূর্তে। Whatsapp Group

পদের নাম: দুয়ারে রেলেশন প্রকল্পের ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ।

বয়স:  বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা: গ্রাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। 

আবেদন মূল্য:  কোন রকম মূল্য দিতে হবে না।

বেতন:  13000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:  অনলাইন 


NOTIFICATION দেখতে ক্লিক করুন- Click