Latest News

6/recent/ticker-posts

Ad Code

খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে তৃণমূল না বিজেপি নাকি বাম উত্তর মিলবে আজ

খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে তৃণমূল না বিজেপি নাকি বাম উত্তর মিলবে আজ




৩০শে অক্টোবর রাজ‍্যের চার বিধানসভা কেন্দ্রে হয়েছে উপনির্বাচন। আজ মঙ্গলবার ফল ঘোষণা হবে। 


উত্তর ২৪ পরগনার খড়দা, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, এই চার কেন্দ্রের মধ্যে, গত বিধানসভা ভোটে ২টিতে জিতেছিল তৃণমূল, ২টিতে জিতেছিল বিজেপি।




জানা যাচ্ছে, খড়দার ভোট গণনা হবে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। ২২টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। গত বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রে ২৮ হাজার ১৮০ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ফল ঘোষনার আগেই পরলোক গমন করেন তিনি। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।বিজেপির হয়ে জয় সাহা এবং সিপিএম হয়ে লড়েছেন দেবজ্যোতি দাস। 




এদিকে কোচবিহারের দিনহাটা বিধানভার ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ২২টি টেবলে হবে ১৯ রাউন্ড গণনা। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। ফলে এই কেন্দ্রে ফের নির্বাচন। এবার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, বাম সমর্থিত প্রার্থী আব্দুল রউফ। 



শান্তিপুরে গত বিধানসভায় জয়ী হন বিজেপি প্রার্থী  সাংসদ জগন্নাথ সরকার। তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জিতলেও বিধায়ক পদ থেকছ ইস্তফা দিয়ে থাকেন সাংসদেই। ফলে শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচন করাতে হয়েছে। শান্তিপুর কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ২১টি টেবলে ১৭ রাউন্ড গণনা হবে। 



দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে। এই কেন্দ্রে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code