VOTER CARD সংশোধন বা নতুন করে নাম অন্তর্ভুক্তি করুন বাড়িতে বসেই,  কি কি ডকুমেন্টস প্রয়োজন জেনে নিন 

voter card



ইতিমধ্যেই ১ লা নভেম্বর থেকে ৩১ শে নভেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সহ সংশোধনের কাজ। ভীড় এড়াতে নিজেই বাড়িতে বসেই করে নিতে পারবেন ভোটার কার্ডের সংশোধন থেকে, নাম অন্তর্ভুক্তি নিমেষেই।

এইজন্য প্রথমেই আপনাকে https://www.nvsp.in/Account/Register এই লিঙ্কে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার Verify করে নিতে হবে। তারপর যদি সংশোধন করতে হয় তাহলে I have EPIC number এ ক্লিক করুন আর নতুন করে অন্তুর্ভুক্তির ক্ষেত্রে I don't have EPIC number এ ক্লিক করুন । এরপর ইমেইল- পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন।

নতুন একটি পেজ আসবে সেখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।

আবেদন করবার আগে একবার দেখে নিন কোন কাজের জন্য কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে।

মূলত যে বিষয় গুলো সংশোধনের প্রয়োজন পরে, তার মধ্যে অন্যতম ঠিকানা। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো হলো -
  • Bank/Kisan/Post Office current Passbook
  • Ration Card
  • Driving License
  • Indian Passport
  • Income Tax Return filed/Assessment Order
  • Latest Rental Agreement
  • Latest water/ Telephone/ Electricity/ Gas Connection Bill
  • Postal department's posts received/delivered in the applicant's name at given address
  • Homeless /Others

জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো হলো-
  • Aadhaar Card
  • PAN Card
  • Driving License
  • Indian Passport
  • Marksheet of Class X/Class VIII/Class V, if it contains Date of Birth
  • Birth Certificate from the school/other educational institution (Govt./Recognized), last attended
  • Birth Certificate issued by a Municipal Authorities
  • Registrar of Births & Deaths
  • Baptism certificate


For details of eligibility criteria or any other additional information related to electoral forms, kindly visit https://eci.gov.in

For any other technical feedback or issues on the portal kindly send your feedback to ECI Technical Support

Toll free Number :1800111950