Upper Primary: উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধের নির্দেশ হাইকোর্টের
আপার প্রাইমারি নিয়োগ নিয়ে দুঃসংবাদ। এবার নিয়োগ প্রক্রিয়া বন্ধের নির্দেশ আদালতের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড়ের জের আগামী ১৫ সপ্তাহ নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে বহু অভিযোগ থাকার কারণে সেইসব অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) তিন মাস বরাদ্দ করল কলকাতা হাইকোর্ট।
২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর মামলার জটে আটকে যায় উচ্চ প্রাথমিক নিয়োগ। গত জুলাইয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নিয়ে তালিকা নিয়ে অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব দেয় কমিশনকে। অভিযোগ দু'সপ্তাহের মধ্যে তা কমিশনের কাছে জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এমনটাই ছিল নির্দেশ। সেইমতোই এগোচ্ছিল কমিশন। কিন্তু অভিযোগের ভিড়ে কার্যত আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
5 মন্তব্যসমূহ
নিয়োগ কি সম্ভব
উত্তরমুছুননিয়োগ চাই আর কত দিন এভাবে চলবে
উত্তরমুছুনগুরুত্বপূর্ণ তথ্য
উত্তরমুছুনBar bar eki rokom hocche.. Kobe j actually niyog hobe 😐
উত্তরমুছুন😔😔bad news for aspirants
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊