খাবারের খোঁজে রাতের অন্ধকারে দু-দুটো হাতি ঢুকে পড়েছে শহরে- চাঞ্চল্য 


হাতি



জোড়া হাতি জলপাইগুড়ি শহরে। খাবারের খোঁজে রাতের অন্ধকারে দু-দুটো হাতি ঢুকে পড়েছে জলপাইগুড়ি শহরে। যা রিতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। রবিবার ভোর রাতে হাতির এই দৃশ্য দেখে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।


ঘটনাস্থলে পৌঁছেছে জলপাইগুড়ি বনদপ্তরের কর্মী ও আধিকারিকেরা। এদিন ভোরে জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া সঞ্জয় নগর কলোনী এলাকার এক বাসিন্দা রনি রাজবংশী জানান দুটো হাতি দেখলাম। নেতাজীপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিক দিয়ে ফের হাসপাতের পিছনে নদীর দিকে নেমে চলে যায়। তবে শোনা গেছে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে চত্বরে ঢুকেছিলো। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রত্যক্ষদর্শী রনি রাজবংশী জানান।


তবে হাতি দুটোর খোজে জোর তল্লাশি চালিয়েছে বনদপ্তর। ঘটনাস্থলে ওয়াইল্ডলাইফ স্কোয়াট চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতি দুটোকে জঙ্গলে ফেরার জন্য।


প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তার বাঁধ ধরে হাতি দুটি খাবারের খোঁজে শহরে ঢুকে পড়ে। এরপর পবিত্র নগর এবিপিসি ময়দানের পিছনে এক জঙ্গলে অনেক টা সময় ধরে ছিল সেই জোড়া হাতি দুটি।