Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tripura Municipal Election 2021 Result Update

Tripura Municipal Election 2021 Result

Tripura Municipal Election 2021 Result




আজ ত্রিপুরা পুরভোটের (Tripura Municipal Election 2021) ফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা।

ইতিমধ্য়েই অম্বাসা, জিরানিয়া, তেলিয়ামুরা এবং সাব্রুমে এগিয়ে রয়েছে বিজেপি। মোট আসন ৩৩৪, এখনো পর্যন্ত পাওয়া খবরে ১১৭ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। 

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অধীনে, সমস্ত আসনে প্রার্থী দিয়েছে বিজেপি এবং ইতিমধ্যেই এএমসিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 334টি আসনের মধ্যে 112টি আসনে জয়ী বিজেপি। 

বাকি 222 আসনের মধ্যে, 36 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করার পর প্রায় 785 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনটি মূলত বিজেপি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট অকেশন (মার্কসবাদী), বা সিপিআই(এম)-এর মধ্যে লড়াই। 


চূড়ান্ত ফলাফল- ২২২ আসনের মধ্যে ২১৭ টি বিজেপি, তৃণমূল কংগ্রেস ১ টি এবং অন্যান্য - ৪। এই প্রথম ত্রিপুরায় বিরোধী দল হিসাবে  খাতা খুললো তৃণমূল কংগ্রেস। 



OTH---00

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code