করোনা বিধি মেনেই হতে চলেছে ৩৩ তম জলপাইগুড়ি (jalpaiguri) জেলা বই মেলা (book fair)


jalpaiguri book fair



33তম জেলা বই মেলা আগামী 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর পযর্ন্ত ফনীন্দ্র দেব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে জেলা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন।

65টি বইএর stoll থাকবে এখানে। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন স্টল থাকবে এই বই মেলায়।তাই এখন সেই মেলার কাজ জোর কদমে চলছে।

তবে ছাত্র ছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কিনা তা এখন পর্যন্ত বলা যাচ্ছেন না বলেও অঞ্জন বাবু জানিয়েছেন।

প্রবেশ থাকছে অবাধ।কোন ধরনের টিকিট মূল্য থাকছে না এই বার।