Students Credit Card স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আসানসোলে


Students Credit Card



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: 


রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই একাধিক জনমুখীমু প্রকল্প ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নির্দেশেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন প্রদান ক্যাম্প আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। 



জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমা শাসকের দফতরে এবং মহকুমা স্তরে দুর্গাপুর সৃজনী হলে আগামী ২০ শে নভেম্বর বেলা ১১ টা থেকে অনুষ্ঠিত হবে এই শিবির। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে বহু ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড। পাশাপাশি তুলে দেওয়া হবে ঋণ অনুমোদন পত্র। সাথে প্রতিটি ছাত্র ছাত্রীরা হাতে তুলে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা।



প্রসঙ্গত,রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী পয়লা জানুয়ারি ২০২২ শিক্ষার্থী দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সেই লক্ষ্যকেই মাথায় রেখে রাজ্য সরকার আগামী ২০ শে নভেম্বর অনুষ্ঠিত করতে চলেছে এই শিবির।