State Bank of India- র কোন কার্ডে তোলা যায় কতটাকা? জানুন বিস্তারিত 


ATM
State Bank of India- র সাত রকমের ডেবিট কার্ড। বিভিন্ন কার্ডের লিমিট বিভিন্ন রকম। কোনোটাতে ১০০০০ আবার কোনোটাতে ২০০০০ টাকা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত: 

১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Classic এবং Maestro ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ২০,০০০ টাকা।

২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Global International ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ৪০,০০০ টাকা।

৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Gold International ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ৫০,০০০ টাকা।

৪) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Platinum International ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ১,১০,০০০ টাকা।

৫) sbiINTOUCH Tap & Go ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ৪০,০০০ টাকা।

৬) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Mumbai Metro Combo কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ৪০,০০০ টাকা।

৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া My Card International ডেবিট কার্ডে টাকা তোলার সর্বোচ্চসীমা হল ৪০,০০০ টাকা।



সম্প্রতি টাকা তোলার নিয়মে অনেক পরিবর্তন এনেছে এসবিআই। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি লাগবে। ওটিপি ছাড়া টাকা তোলা যাবে না।