SSC Group D মামলায় বেতন বন্ধের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা
School Service Commission-এ Group D নিয়োগে ‘দুর্নীতি’-তে আরও ৫৪২ জন আদালতের নজরে। ৪ মে ২০১৯-র পর কমিশনের সুপারিশে পর্ষদের নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৫৪২ জনের।
এরপর এসএসসি-র (SSC) গ্রুপ ডি (Group-D) নিয়োগ দুর্নীতি-মামলায় বেতন বন্ধে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করলেন ৩ জন। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি-মামলায় ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর গতকাল ফের ৫৪২ জনের বেতন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারীদের দাবি, তাঁদের বক্তব্য না শুনেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। ৫৪২ জনও ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চাইলে আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ।
গ্রুপ D পদে কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় CBI অনুসন্ধানের সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে হাইকোর্ট মামলার শুনানিতে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊