তৃণমূলে যোগ দিলেন সদ‍্য বিজেপি ছাড়া অভিনেত্রী শ্রাবন্তী








কিছুদিন আগেই ছেড়েছেন বিজেপি। এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার জল্পনাতে সিলমোহর দিয়েই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়।




একুশের ভোটের আগে গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী হয়ে লড়েন তাঁর বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। শ্রাবন্তীর প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে।




নভেম্বরে টুইট করে দলত‍্যাগের কথা ঘোষনা করেন শ্রাবন্তী। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ নিচ্ছে না বিজেপি অভিযোগ করেই দল ছাড়েন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে।’তবে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিতে তিনি দেননি। বিজেপির পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।




এরপর, আজ বাসন্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের একটি কর্মিসভায় দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তিনি।বিধায়কের অনুরোধে অনুষ্ঠান মঞ্চে গানও করেন তিনি।