পুকুর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

পুকুর থেকে মৃতদেহ উদ্ধার


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: পুকুর থেকে মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ গির্জাপাড়া।

জানা গেছে সোমবার ওই এলাকার শ্রীকৃষ্ণ পল্লীর বাবুর পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। আর এর পরেই চাঞ্চল্য ছড়িয়েছে পরে গোটা এলাকায়। আর এঘটনার পরেই এলাকার বাসিন্দারা খবর দেয় রাণীগঞ্জ থানায়।

পরে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে।

এখনো পর্যন্ত ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।