আসানসোল অনুষ্ঠিত হলো তৃণমূলের বিশেষ বৈঠক
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রবিবার সকালে আসানসোলে অনুষ্ঠিত হলো তৃণমূলের এক গুরুত্বপূর্ণ বৈঠক।
এদিন আসানসোলের বিএনআর সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। মূলত আগামী উপ নির্বাচনের আগে ভোটার তালিকায় যে সমস্ত মানুষের এখনো নাম নতিভুক্ত হয়নি সেই সমস্ত মানুষের ভোটার তালিকা নতিভূক্ত করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই বিশেষ বৈঠকে।
প্রসঙ্গত ইতিমধ্যেই ১ লা নভেম্বর থেকে ৩১ শে নভেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সহ সংশোধনের কাজ।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ছাড়াও তৃণমূল শ্রমিক সংগঠনের আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক সহ বহু তৃণমূল কর্মী সমর্থক। আর এদিনের এই বৈঠক থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি টিইউসির সভাপতি
অভিজিৎ ঘটক বলেন, আসানসোল উত্তরে দুটি ব্লকে যারা দায়িত্বশিল কর্মীরা রয়েছে। তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। বিশেষ করে ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ভোটার লিস্টের কাজ যারা করবে তার জন্যে অবগত করা হয়েছে। কবে কি কোথায় হচ্ছে সেই নিয়েই এই বৈঠক।
পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় এক বিজয়া সম্মেলনও। আর এই প্রসঙ্গেই এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, মন্ত্রী মলয় ঘটক বলেন,আমরা যারা আসানসোলে থাকি আমাদের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন ঘাড়ের ওপর চলে এসেছে।এক আসানসোল পৌরনিগম নির্বাচন আর আরেকটি সংসদ নির্বাচিত হয়েছিলেন সেটা হলো বাবুল সুপ্রিয়,তিনি পদত্যাগ করে দিয়েছেন। তো পদত্যাগ করলে সেখানে আবার উপনির্বাচন হবে। সুতরাং উপনির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী হবেন তাকে জেতাবার জন্য আমাদের ময়দানে নামতে হবে। এই নির্বাচনে আমরা মিছিল মিটিং সভা আমাদের নেতা নেত্রী যারা আছেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনসভা করি কিন্তু নির্বাচনের প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট। নির্বাচনে কে ভোট দেবেন সেটা কিন্তু ভোটার লিস্টে থাকে। আমাদের অনেকেরই ভোটার লিস্টে নাম থাকে না তাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমাদের ভোটার লিস্টের কাজটা করতে হবে।
১ লা নভেম্বর থেকে ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে কিন্তু পূজো থাকার কারণে সেই কাজ ভালো করে এগোয়নি এবার পূজো শেষের দিকে। ছোটপূজা হলেই ভোটার লিস্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। কে প্রার্থী হবেন না ভেবে এখন থেকেই সবার আগে ভোটার লিস্টের কাজ নির্ভুল ভাবে করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊