যাত্রাপথ পাল্টে আবার শুরু হচ্ছে শিলিগুড়ি (Siliguri) বামনহাট (Bamanhat) ডেমু প্যাসেঞ্জার (demu passenger)
করোনা পরিস্থিতিতে বন্ধ ছিলো শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার। নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে (Northeast Frontier Railway) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী ২২ নভেম্বর থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার।
অত্যন্ত জনপ্রিয় এই প্যাসেঞ্জার ট্রেনটি আগে নিউ কোচবিহার হয়ে ফালাকাটা ধূপগুড়ি দিয়ে NJP হয়ে শিলিগুড়ি পৌছাত। কিন্তু আগামী ২২ নভেম্বর থেকে যাত্রাপথ পাল্টাতে চলেছে শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার।
শিলিগুড়ি বামনহাট ডেমু প্যাসেঞ্জার আগামী ২২ নভেম্বর থেকে শিলিগুড়ি জংশন থেকে বিকাল ৪ টা ৫ মিনিটে ছেড়ে পৌছাবে নিউ মালবাজার, এরপর দোমহনি হয়ে মাথাভাঙ্গা দিয়ে নিউ কোচবিহার হয়ে পৌছাবে বামনহাটে।
নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে জানিয়েছে ডামডিম, লাটাগুড়ি, নিউ চ্যাংরাবান্ধা, দিনহাটা কলেজ হল্ট সহ সমস্ত হল্ট এবং স্টেশন গুলিতেই দাঁড়াবে।
6 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনঅনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এতদিন।। ট্রেন চালু হলে অনেকেই উপকৃত হবেন।।
উত্তরমুছুনখুব ভালো খবর শীঘ্রই চালু হোক ।
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনTrain টা চালু হলে অনেক উপকৃত হব ।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊