NEP ও দিনহাটা ২নং ব্লকে কলেজের দাবি নিয়ে আলোচনা সভা SFI -র
ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিনের এই আলোচনা সভার বিষয় ছিল NEP কি?কেন ভারতের ছাত্র ফেডারেশন NEP বাতিলের দাবি জানাচ্ছে ও দিনহাটা ২নং ব্লকে কলেজের দাবি আন্দোলনের গতিপথ।
NEP নিয়ে আলোচনা করেন দিনহাটার বিশিষ্ট অধ্যাপক জয়দ্বীপ সরকার ও দিনহাটা ২ নং ব্লকের কলেজের আন্দোলনের গতিপথ নিয়ে আলোচনা করেন দিনহাটা ২নং ব্লকে কলেজের দাবি সমন্বয় কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস।
প্রসঙ্গত ভারতের ছাত্র ফেডারেশন প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের নতুন এই শিক্ষা আইনের বিরোধিতা করে আসছে।গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও তাদের পক্ষ থেকে এই নিয়ে নানা কর্মসূচি সংগঠিত হয় ইতিপূর্বে।একই সাথে দিনহাটা ২ নং ব্লকে কলেজ স্থাপনের দাবীতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে সিপিআইএম এর ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।ব্লক স্তর থেকে মহুকুমা স্তর হয়ে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।
আজকের এই আলোচনা সভা থেকে কলেজ দাবী কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস আগামীদিনের আন্দোলনের রূপরেখা জানাতে গিয়ে বলেন আগামী ২৫ নভেম্বর জলপাইগুড়িতে 'ডিভিশনাল কমিশনার' ডেপুটেশন ও ১ লা ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর অঞ্চলে অঞ্চলে গনস্বাক্ষর অভিযান, মিছিল, পথ সভা।
আজকের এই আলোচনা সভাতে দুজন বক্তা ছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম ও এসএফআই কোচবিহার জেলা সহ সভাপতি টুটুল সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊