Airtel, Vi এর পথে এবার Jio, ১ ডিসেম্বর থেকে পাল্টে যাবে JIO এর UNLIMITED PLANS- অগ্রীম রিচার্জে ২০ শতাংশ ছাড় 


jio


ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের পথে হেটে আগামী ১ ডিসেম্বর থেকে প্রিপেইড রিচার্জের মূল্যবৃদ্ধির পথে হাটলো ভারতের বৃহত্তম টেলিকম সার্ভিস রিলায়েন্স জিও (Jio)- এবার জিও গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে রিচার্জের ক্ষেত্রে। 


২৮ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জিও জানিয়েছে "টেলিকম শিল্পকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, যেখানে প্রতিটি ভারতীয় একটি সত্যিকারের ডিজিটাল জীবনের সাথে ক্ষমতায়িত, Jio আজ তার নতুন আনলিমিটেড  পরিকল্পনা (Unlimited Voice & Data) ঘোষণা করেছে।" সাথে অগ্রীম রিচার্জে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে জিও। 


দেখে নিন  আগামী ১ ডিসেম্বর থেকে কোন প্ল্যানে কতটাকা বৃদ্ধি পাবে- 

১২৯ টাকার প্ল্যান বৃদ্ধি পেয়ে হবে ১৫৫ টাকা, ১৪৯ টাকার প্ল্যান বৃদ্ধি পেয়ে ১৭৯ , ১৯৯ টাকার প্ল্যান বৃদ্ধি পেয়ে হবে ২৩৯, ২৪৯ এর প্ল্যান ২৯৯, ৩৯৯ এর প্ল্যান ৪৭৯ টাকা, ৪৪৪ এর প্ল্যান ৫৩৩ টাকা, ৫৫৫ এর প্ল্যান ৬৬৬, ৫৯৯ এর প্ল্যান ৭১৯, ১২৯৯ এর প্ল্যান ১৫৫৯, ২৩৯৯ এর প্ল্যান বেড়ে হবে ২৮৭৯ টাকা। 


সেই সাথে Data Add-ons ৫১ টাকার প্যাক বৃদ্ধি পেয়ে হবে ৬১ টাকা, ১০১ এর প্ল্যান ১২১ টাকা এবং ২৫১ টাকার প্ল্যান বেড়ে হবে ৩০১ টাকা।