দিনহাটায় অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

abta



করোনা পরিস্থিতির জন্য গতবছর শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির, দিনহাটা মহকুমার অন্তর্গত তিনটি আঞ্চলিক শাখার কোনটিরই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আজ দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হলো দিনহাটা পূর্ব, পশ্চিম ও সিতাই আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা।


দুপুর ১২ টায় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সভার সূচনা হয়। সভাপতি মন্ডলীর আসনে ছিলেন- প্রলয় ভট্টাচার্য, ননীগোপাল বর্মন, হরিহর রায় প্রামাণিক।


বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এদিনের বার্ষিক সাধারণ সভা ।