PM Garib Kalyan Anna Yojana-য় বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

PM Garib Kalyan Anna Yojana




'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা'-র (PM Garib Kalyan Anna Yojana) মেয়াদ নিয়ে বড় ঘোষণা দিল মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার।


আগামী বছরের মার্চ মাস পর্যন্ত মেয়াদ বাড়ল বুধবার এক সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।


করোনা কালে দেশ বাসীর স্বার্থে বিনামূল্যে রেশনের ঘোষণা দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু শেষবার মেয়াদবৃদ্ধির পর আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যা কার্যকর ছিল। আপাতত সেই মেয়াদই আরও চার মাস বাড়ানোর কথা ঘোষণা করা হল।


কিছুদিন আগেই কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার ভাবছে যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। যদিও প্রকল্পের মেয়াদবৃদ্ধির কোনও ইঙ্গিত তিনি তখন দেননি।


এদিন বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তি সকলেই।