হাতি
representative picture


রবিবার ভোর রাতে বৈকুন্টপুর জঙ্গল থেকে দুটি বুনো হাতি (elephants)
 জলপাইগুড়ির পাশদিয়ে যাওয়া জাতীয় সড়ক পার করে প্রবেশ করে শহরে-শুরু হয় চাঞ্চল্য।


স্থানীয়রা প্রথমে এই হাতির (elephants)
 উপস্থিতি লক্ষ্য করে , এর পরেই খবর পেয়ে এলাকায় ছুটে আসে বন বিভাগের ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বিশেষ দল, এবং পুলিশ, সকাল সাতটা পর্যন্ত দুটি হাতি জলপাইগুড়ি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড এর কবরস্থানের মাঝে অবস্থান করে দুটি হাতি।


এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করায় পুলিসের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এরপর সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বন দপ্তরের বিভিন্ন আধিকারিকের দল সহ পরিবেশ সংগঠন ,রেসকিউ টিম এখানে আসে। কিভাবে সেই দুটো হাতিকে ফের জঙ্গলে ফেরানো যায়-তা নিয়ে শুরু হয় ভাবনাচিন্তা।


এরপর বন দপ্তরের তরফে একটি কুনকি হাতি ও কয়েকটি বড় বড় গাড়ি আনা হয়। হাতিকে নিজেদের জায়গায় ফেরানোর জন্য দুই ধরণের পরিকল্পনা নেওয়া হয়েছিলো বলে জানা গিয়েছে। প্রথমত-ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিদুটোকে কাবু করে গাড়িতে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়। আরেকটি হাইরোড বন্ধ করে বোম ফাটিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া।


শেষে হাইরোড বন্ধ করে বোম ফাটিয়ে সেই দুটো হাতিকে ৩১ নাম্বার হাইরোড দিয়ে বন অঞ্চলে পাঠানো হয়েছে।