T20 WC Champion: নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপ চাম্পিয়ান অস্ট্রেলিয়া 


নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপ চাম্পিয়ান অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। 


নিউজিল্যান্ডের হয়ে যথারীতি ওপেন করতে নামেন ডারিল মিচেল ও মার্টিন গাপ্তিল।৩.৫ ওভারে জোস হ্যাজেলউডের বলে ম্যাথিউ ওয়েডের দস্তানায় ধরা পড়েন ডারিল মিচেল। দল্গত ভাবে ২৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১১.১ ওভারে মার্টিন গাপ্তিলকে ফেরালেন অ্যাডাম জাম্পা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৮ রান করে আউট হন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ৭৬ রানে ২ উইকেট হারায়।১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৮ রান করে ১৭.২ ওভারে হ্যাজেলউডের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস।১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮৫ রান করে হ্যাজেলউডের বলে স্মিথের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন।নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলেছে। মিচেল স্টার্ক ৪ ওভারে ৬০ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি। 


ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন অজি দলনায়ক ফিঞ্চ। ২.৩ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন অ্যারন ফিঞ্চ।১২.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন ডেভিড।৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। মিচেল মার্শ ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৮ রান করে নট-আউট থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। 



নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয়। ৭ বল বাকি থাতকে ৮ উইকেটে ফাইনাল জিতে টি-২০-র নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।