'বিএসএফ কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে?', বিস্ফোরক দিনহাটার বিধায়ক উদয়ন গুহ
কিছুদিন আগেই বিএসএফের এড়িয়া বাড়িয়েছে কেন্দ্র। আর তারপর বিধানসভায় বিএসএফ নিয়ে সরব হয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এবার সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক উদয়নবাবু। তাঁর অভিযোগ, বিএসএফ ২০২৪ সালে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিজেপির অঙ্গুলিহেলনে বিএসএফ কাজ করছে বলেই পরোক্ষে অভিযোগ তাঁর। আর তার পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) উদয়ন গুহ লেখেন, “বিএসএফ কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে? সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে। জনসংখ্যা কত? ভোটার কত? শতকরা হিন্দু, মুসলমান কত? দেশের নিরাপত্তার সঙ্গে এর কী সম্পর্ক? ৫০ কিমি পর্যন্ত এক্তিয়ারে!! গ্রামের নাম দুরাচাপড়ি, খারিজা রাখালমারি, দিনহাটা বিধানসভা।”
চলতি মাসেই বিধানসভায় তিনি বলেন, “তল্লাশির নামে ৮-১০ বছরের ছেলের সামনে যখন বাবাকে কান ধরে ওঠবস করানো হয়, মায়ের গোপন জায়াগায় হাত দেওয়া হয়। তখন ওই ছেলে দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে যতই ‘ভারত মাতা কি জয়’ বলা হোক, সে কিন্তু দেশপ্রেমিক হবে না।”
আর এবার ফের একবার বিস্ফোরক উদয়ন গুহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊