Live Update: DINHATA BYPOLL - দিনহাটা উপনির্বাচনের Result 

Live Update: DINHATA BYPOLL



দিনহাটা উপনির্বাচনে ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ। গত ২০১১ এর বিধানসভা ভোটে এই সংখ্যাটা ছিলো ৮২.৯৬ শতাংশ, ২০১৬ তে ছিলো ৮১.৮৮  আর ২০২১ এ ছিলো ৮০.৬৯ শতাংশ।   এবার উপনির্বাচনে  ৫.৩১ শতাংশ কম ভোট পড়েছে। 

দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড  এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।  

২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট। 

আজ দিনহাটা উপনির্বাচনের ভোটগননা, প্রতিমহুর্তের আপডেট পাবেন এখানে- ঘন্টায় ঘন্টায় রিফ্রেশ করুন পেজটি-

প্রথম রাউন্ড শেষে ৭৬৫২ ভোটে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। মোট ১৯ রাউন্ড গণনা হবে। 

দ্বিতীয় রাউন্ড শেষে  ১৪৬৬৬ ভোটে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। 
    
তৃতীয় রাউন্ড শেষে ২১৪৭৩ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

চতুর্থ রাউন্ড শেষে ২৯৬৫৮ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

পঞ্চম রাউন্ড শেষে ৩৮১১২ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

ষষ্ঠ রাউন্ড শেষে ৪৬ ৯২৯ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

সপ্তম রাউন্ড শেষে ৫৪০৩৩ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

অষ্টম রাউন্ড শেষে ৬২৮৪৭ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ । 

নবম রাউন্ড শেষে ৭১৬৭৫ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

দশম রাউন্ড শেষে ৮১৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১১ তম রাউন্ড শেষে   ৯১০৬৪  ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১২ তম রাউন্ড শেষে  ১০১৫০৯  ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৩ তম রাউন্ড শেষে     ১১২৭৪১   ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৪ তম রাউন্ড শেষে  ১২২৭৫৮   ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৫ তম রাউন্ড শেষে ১৩১৬০১   ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৬ তম রাউন্ড শেষে   ১৪৮৩১৯   ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৭ তম রাউন্ড শেষে    ১৫১২০৭      ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৮ তম রাউন্ড শেষে    ১৫৫৮৩৭    ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।

১৯ তম রাউন্ড শেষে    ১৬৩০০৫   ভোটে এগিয়ে রয়েছেন  উদয়ন গুহ ।


19th Round 
  • AIFB- ABDUR ROUF- 6258
  • BJP- ASHOK MANDAL- 25306
  • TMC- UDAYAN GUHA -  188311
  • NOTA-3918