Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেঙে গেল বাম – কংগ্রেস জোট, ৬৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

ভেঙে গেল বাম – কংগ্রেস জোট, ৬৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের 




ভেঙে গেল বাম – কংগ্রেস জোট। বামেদের ছেড়ে রাখা ১৭টি সহ মোট ৬৬টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। শনিবার বিকেলে কংগ্রেসের তরফে ৬৬টি ওয়ার্ডে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। ১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট তার আগে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। 


প্রার্থীতালিকা প্রকাশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বামেদের সঙ্গে আমাদের পুরভোটে কোনও আসন সমঝোতা হয়নি। তারা তাদের মতো প্রার্থীতালিকা ঘোষণা করেছে। আমাদের মনে হয়েছে আরও কিছু আসনে লড়াই করা উচিত। তারা তাদের মতো করে আসন ছেড়ে রেখেছে। আমরা আমাদের মতো করে আসন ছাড়ব।
এক নজরে কংগ্রেসের প্রার্থীতালিকা


১ ফিকুল খাদিম

২ রথীন পাল

৩ সুচিত্রা বসু

৪ বীরেশ চক্রবর্তী

৫ রামকুমার ঝা

৬ প্রীতি সাউ

৭ মলয় মুখোপাধ্যায়

৮ পার্থ মিত্র

৯ পিঙ্কি সাউ

১০ প্রতাপ সেন

১১ সুখেন্দু ঘোষ

১২ তনিমা ঘোষ

১৩ তরুণকান্তি শীল

১৪ পলাশ সাহা

১৫ সুস্মিতা চক্রবর্তী

১৭ মৌমিতা কালি

১৮ অমৃতা দলুই

১৯ চন্দ্রশেখর রায়

২০ রাঘবেন্দ্র চতুর্বেদী

২৪ স্বপ্না গুপ্ত

২৭ তন্ময় মুখোপাধ্যায়

২৮ শাইনা জাভেদ

২৯ প্রকাশ উপাধ্যায়

৩১ ডা. চাঁদবাবু আনসারি

৩৫ ইন্দ্রনীল পালচৌধুরী

৩৬ নন্দন ঘোষ

৩৮ রঞ্জিত চৌধুরী

৪০ আশা মোহান্তি

৫৫ ডরোথি দেওয়ান

৫৮ সদানন্দ সাউ

৬০ মহঃ নাদিম

৬১ সাজিদ ইসমাইল

৬২ তারানাম জাহান

৬৩ গণপত ফ্রান্সিস

১০১ অমর ভট্টাচার্য

১০৩ দেবজ্যোতি দাস

১০৪ অভিজিৎ দাস

১০৯ ঝুলন দাস

১৩৮ মমতাজ বেগম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code