এবার কঙ্গনার টার্গেট গাঁধীজি ! মহাত্মা গাঁধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার
পদ্মশ্রী পুরষ্কার পাওয়ার পর থেকে ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে এবার মহাত্মা গাঁধীকে টার্গেট করে বিতর্কিত মন্তব্য। পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আপনি হয় গাঁধীর সমর্থক অথবা নেতাজির। আপনি দু’ পক্ষকেই সমর্থন করতে পারেন না। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
কঙ্গনার কথায়, ক্ষমতার লোভ আর ধূর্ত মানসিকতা তাই যারা স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছেন তাদের ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়েছে। এঁরাই আমাদের শিখিয়েছিলেন, একগালে চড় মারলে আরেকটি গাল বাড়িতে দিতে এবং এইভাবেই ভারত স্বাধীনতা পাবে।
কঙ্গনা লেখেন, ' কিন্তু এইভাবে কেউ স্বাধীনতা পায় না। ভিক্ষা পায়। নিজের হিরো নির্বাচিত করার আগে দু’ বার ভাবুন। এর পাশাপাশি, ভগৎ সিংহের ফাঁসি নিয়েও মুখ খুলেছেন কঙ্গনা। অভিনেত্রী লিখেছেন, ভগৎ সিংহের মৃত্যুদণ্ডে গাঁধীজি রাজি ছিলেন, এমন অনেক প্রমাণ রয়েছে। তাই আপনি কাকে সমর্থন করছেন, তা আপনাকেই বেছে নিতে হবে। '
কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এর আগেই ১৯৪৭-এ স্বাধীনতা ভিক্ষে ছিল আর ২০১৪-এ আসল স্বাধীনতা এসেছে মন্তব্য করেছিলেন, তার জেরে ফাইল হয়েছে এফআইআর। এমনকি পদ্মশ্রী ফেরানোর দাবিও উঠেছিল। এবার গাঁধীজিকে বিতর্কিত মন্তব্য।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর কঙ্গনা রানাউত বলেন, 'টাকাপয়সার থেকে বেশি শত্রু আমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি। যখন আমি দেশ সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি। যখন কিছু মানুষ দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে মুখ খুলেছি। আমার বিরুদ্ধে তার জন্য অনেক অভিযোগ উঠেছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার এসব করে কী লাভ হয়। আজ আমি সেই সমস্ত ব্যক্তিকে মনে হয় জবাব দিতে পেরেছি। যাঁরা আমার বিরুদ্ধে এতদিন নানা কিছু বলে এসেছেন, আজকে আমার এই পদ্মশ্রী সম্মানই তাঁদের মুখ বন্ধ করতে সাহায্য করবে। জয় হিন্দ।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊