Latest News

6/recent/ticker-posts

Ad Code

WC T20: স্বপ্নভঙ্গ ভারতের, ভারতের স্বপ্নকে কার্যত কফিনবন্দি করলো নিউজিল্যান্ড

WC T20: স্বপ্নভঙ্গ ভারতের, ভারতের স্বপ্নকে কার্যত কফিনবন্দি করলো নিউজিল্যান্ড


T20 WC india squad


ভারতের স্বপ্নকে কার্যত কফিনবন্দি করলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হল ভারতকে। জটিল হিসেবনিকেশ নিয়ে আশায় বুক বেঁধেছিল ভারত। কিন্তু সেই জটিল হিসেবনিকেশ নিমেষেই মিলিয়ে গেল, স্বপ্ন ভঙ্গ হল ভারতের।




কেন উইলিয়ামসনরা (Kane Williamson) ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনা শেষ হয়ে গেল। নিউজিল্যান্ড শেষ ও চতুর্থ দল হিসাবে ক্রিকেটের শো-পিস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল। সোমবার ভারত নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে।




সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে কোহলিদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যে ম্যাচে জিততেই হতো ভারতকে। তবে তারও আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হতো আফগানিস্তানকে। কিন্তু রবিবার আবু ধাবিতে আফগানিস্তান মাত্র ১২৪ রানে আটকে যায়। যদিও তারপরে রশিদ খানের বোলিং একটা সময় পর্যন্ত ভারতের সম্ভাবনা জিইয়ে রেখেছিল। কিন্তু শেষমেশ জিতল নিউজিল্যান্ড।




রবিবার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে ভারতের ঐচ্ছিক প্র্যাক্টিস ছিল।কিন্তু আফগানদের পরাজয়ের পরই সেই সিদ্ধান্ত বদল। অনুশীলন বাতিল করেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ অনুশীলন ছাড়াউ নামবে বিরাট বাহিনী। এমনটাই খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code