2022-এ কবে কবে ছুটি? তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার, জানুন কবে কবে
২০২২ সালে কবে কবে থাকছে ছুটি সেই তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার। N. I. Act 1881 অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে।
পাবলিক হলিডে, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ও সেকশানাল ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন।
পাবলিক হলি ডে-
১২ জানুয়ারি - বিবেকানন্দের জন্মদিন),
২৬ জানুয়ারি - প্রজাতন্ত্র দিবস,
৫ ফেব্রুয়ারি - সরস্বতী পুজো,।
১৮ মার্চ - দোল,
১৪ এপ্রিল - আম্বেদকর জয়ন্তী এবং মহাবীর জয়ন্তী,
১৫ এপ্রিল - গুড ফ্রাইডে এবং বাংলার নববর্ষ,
৩ মে - ইদ-উল-ফিতর,
৯ মে - রবীন্দ্র জয়ন্তী,
১৬ মে - বুদ্ধ পূর্ণিমা,
৯ অগাস্ট - মহরম,
১৫ অগাস্ট - স্বাধীনতা দিবস,
৩-৫ অক্টোবর - দুর্গাপুজো,
২৪ অক্টোবর - কালীপুজো,
৮ নভেম্বর - গুরু নানকের জন্মদিন,
রবিবার করে পড়েছে আরও কয়েকটি পাবলিক হলি ডে-
২৩ জানুয়ারি - নেতাজি জয়ন্তী,
১০ এপ্রিল - হরিচাঁদ ঠাকুরের জন্মদিন,
১ মে - মে ডে,
১০ জুলাই - ঈদ উল আযহা,
২৫ সেপ্টেম্বর - মহালয়া,
২ অক্টোবর - গান্ধী জয়ন্তী এবং দুর্গাপুজো সপ্তমী,
৯ অক্টোবর - ফতেহা-দাওয়াজ-দাহাম এবং লক্ষ্মীপুজো,
৩০ অক্টোবর - ছট পুজো,
২৫ ডিসেম্বর - ক্রিসমাস
সম্পূর্ণ ছুটির তালিকা দেখুন এক নজরে-
6 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনছুটি দিয়ে কি হবে কর্মসংস্থানে জোর দিন
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনVlo khobor
উত্তরমুছুনকর্ম সংস্থান চাই ছুটি চাই না
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊