পদ্মবিভূষন, পদ্মশ্রী, পদ্মভূষন প্রাপকদের তালিকা Full list of Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri recipients 



পদ্ম সম্মানে ভূষিত হয়েছিলেন দেশ ও বিদেশের ১১৯ বিশিষ্টজন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২৫শে জানুয়ারী ২০২১ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ম পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করে। পদ্ম পুরষ্কার - দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটি বিভাগে ভূষিত করা হয়। শিল্প, সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ, জন-প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস ইত্যাদি বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। ব্যতিক্রমী ও নজরকাড়া পরিষেবা যাঁরা দিয়ে থাকেন তাঁদের পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। নজরকাড়া পরিষেবা যাঁদের থেকে পাওয়া যায় তাঁদের পদ্মভূষণ এবং যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এই পুরষ্কারগুলি রাষ্ট্রপতি ভবনে প্রতিবছর মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ভূষিত করা হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরষ্কারগুলি ঘোষণা করা হয়।


এবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত করা হল দেশ ও বিদেশের ১১৯ বিশিষ্টজনকে। এর মধ্যে দু'জনকে একটি ক্ষেত্রে বাছাই করা হয়েছে। এই তালিকায় সাতজন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী সম্মান পাবেন। এঁদের মধ্যে ২৯ জন মহিলা আর ১০ জন বিদেশি অথবা প্রবাসী ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। এই তালিকায় ১৬ জন মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও তৃতীয় লিঙ্গভুক্ত একজনকে এই সম্মান দেওয়া হবে।  বিদেশিদের মধ্যে এবার পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নারিন্দার সিংকে। পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে ব্রিটেনের পিটার ব্রুকে(কলা), মার্কিন নাগরিক শ্রীকান্ত দাতার, মার্কিন নাগরিক রতল লাল ও বাংলাদশের নাগরিক কাজি সাজ্জাদ আলি জাহিরকে।


লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, প্রধানমন্ত্রী মোদীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন মিশ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ মোট ১০ জনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম সিনেমার একাধিক ছবিতে কন্ঠ দেওয়া বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যমকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে কেন্দ্র। বাংলাদেশের কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহিদ জন-প্রশাসন এবং কলা বিভাগে শ্রীমতী সাঞ্জিদা খাতুনকে এই সম্মানে ভূষিত করা হবে।



করোনার ভয়াল গ্রাসে ২০২০-র পদ্ম সম্মান প্রাপকদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি। এরপর, কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে চারটি আলাদা আলাদা ভাগে অনুষ্ঠান পরিচালনা করে প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়ার ব‍্যবস্থা করা হয়েছে। যা ৮ ও ৯ ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাপকদের হাতে সম্মান তুলে দেন।