বয়স কুড়ির Fiona Allison এক রহস্যময়ী যুবতী মডেল
source: fiona twitter |
বয়স কুড়ির ফিওনা অ্যালিসন এক রহস্যময়ী যুবতী। ব্যক্তিগত কোন তথ্যই এখনো পর্যন্ত জানায়নি এই সুন্দরী মডেল। ফ্রান্সে বেড়ে ওঠা-এখানেই মডেলিং এর সাথে যুক্ত ফিওনা।
ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় এবং 572k ফলোয়ার ইতিমধ্যে। ফলে বোঝাই যাচ্ছে কতটা জনপ্রিয় এই সুন্দরী মডেল।
source: fiona twitter |
ফিওনার একাধিক ছবি রয়েছে ভারতের প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে। ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ভালোবাসেন বলেই কখনো জাতীয় পতাকা হাতে ছবি শেয়ার করেছেন, আবারও একাধিক বার শাড়িতে সাজিয়েছেন নিজেকে।
source: fiona twitter |
ফিওনা অ্যালিসনের সেক্সি, সাহসী এবং আকর্ষণীয় (Sexy, bold and attractive) ব্যক্তিত্ব রয়েছে। কিছু সাক্ষাৎকার এবং সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে ফিওনা এখনো অবিবাহিত। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা এবং ৫৬ কেজি ওজন।
source: fiona twitter |
ফিটনেসের দিকে আগাগোড়াই উৎসাহ লক্ষ্য করা গেছে ফিওনার। শরীরচর্চার একাধিক ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার করেছেন। শেয়ার করেছেন শাড়ি পড়া যোগার ছবিও।
source: fiona twitter |
তবে ফিওনা অ্যালিসন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সেক্সি (sexy) এবং হট ছবি (hot photo) পোস্ট করার জন্য সুপরিচিত। অসংখ্য ফ্যান গ্রুপ রয়েছে 'অ্যালিসন লাভারস' নামে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊