দিনহাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করল ফরেস্ট রেঞ্জ অফিস-The Forest Range Office recovered a large quantity of illegal timber during a search operation in Dinhata
সমীর হোসেন, দিনহাটাঃ
অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করল ফরেস্ট রেঞ্জ অফিসের একদল সদস্য। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার বেশ কয়েকটি লাইসেন্সবিহীন কাঠের দোকানে অভিযান চালায় ফরেস্ট রেঞ্জ অফিসের একটি দল।
জানা যায় শহরের বেশ কয়েকটি দোকানে এদিন তল্লাশি চালায় তারা । যেসব দোকান বনদপ্তর এর লাইসেন্স ছাড়া কাজ করছিল সেখানে কাগজপত্র বিহীন কিছু কাঠ উদ্ধার হয় বলে জানা গেছে। সেসব কাঠ উদ্ধার করে ফরেস্ট রেঞ্জ অফিস।
কোচবিহার ২ এর রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানান, এই দোকানে ফরেস্টের কোন লাইসেন্স ছিল না তাছাড়া বেশ কিছু কাঠের কোন কাগজপত্র পাওয়া যায়নি তাই সেই কাঠগুলো উদ্ধার করা হলো। পরবর্তীতে এই ধরনের অভিযান চালানো হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊