বিশ্বভারতীতে NACC এর পরিদর্শন ঘিরে বিক্ষোভ প্রদর্শন
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- বিশ্বভারতী পরিদর্শন করতে বুধবার শান্তিনিকেতনে এসে পৌঁছেছে NAACএর প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের মান উন্নত করার লক্ষ্য নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে আগে থেকেই। এদিন সকাল থেকে বিশ্বভারতীর বিভিন্ন ভবন ঘুরে দেখতে শুরু করেন আগত প্রতিনিধি দলের সদস্যরা।
উল্লেখ্য আগামীতে NAAC এর মূল্যায়নের ভিত্তিতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ranking (সূচক) দেওয়া হবে। অপরদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শনকারী দল বিশ্বভারতীতে এসে পৌঁছানোর পরেই এদিন ই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তার উপর বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিশ্বভারতী মেলারমাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে।
বিক্ষোভকারীদের দাবি গত ২০১৯ সালের পৌষ মেলার সিকিউরিটি মানি এখনো পর্যন্ত তাদেরকে ফেরত দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আসার পর থেকেই বিশ্বভারতীতে বিভিন্ন ধরনের নৈরাজ্য চলছে বলেও বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন।
বিক্ষোভ প্রদর্শন সম্পর্কের বিষয়ে মেলার মাঠ বাঁচাও কমিটির পক্ষে আমিনুল হক জানান ন্যাক থেকে আগত প্রতিনিধিদের স্বাগতম জানাচ্ছি। কিন্তু বর্তমান উপাচার্যের জন্য শান্তিনিকেতনের ঐতিহ্য ক্ষয়িষ্ণু হতে বসেছে, আমরা সেদিকে ও উনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
1 মন্তব্যসমূহ
Current affairs type news thank you so much Sangbad Ekalavya
উত্তরমুছুনthanks