Tathagata Roy, BJP: "আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি", বিজেপি নেতা তথাগত রায়ের ট্যুইট ঘিরে জল্পনা




একের পর এক বিস্ফোরক মন্তব‍্য করে নিউজের হেডলাইনে বেশ কিছুদিন ধরে বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ‍্য সভাপতি তথাগত রায়। বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর একে একে একাধিক বিজেপি নেতাকে অ্যাটাক করেছেন তথাগত। পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী বলে টুইট করেছিলেন এর আগে। আর এবার আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি বলে টুইট করে জল্পনা আরো বাড়িয়ে দিলেন।




তথাগত রায়ের টুইট, "কারুর কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন, সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবার ফলেন পরিচিয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি।"




দল অস্বস্তিতে পড়ুক আর কেউ নারাজ হোক বা সমালোচনা হোক তাঁতে কর্ণপাত করেননা তিনি তা বৃহস্পতিবারের টুইটেই জানিয়ে দিয়েছেন। তার কথায়, "বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।"




পরে বোমা ফাটিয়ে বলেন, এখনও যেটা বলছি, সেটা হল--- নির্বাচনের টিকিট বিতরণের ব্যাপারে অর্থ এবং নারী একটা বড় ভূমিকা পালন করেছে... এটা আমার কাছে নিশ্চিত খবর আছে... সত্য কখনও চাপা থাকে না।