ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অমিত মিত্রকে চিঠি রাজ্যপালের
ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে অমিত মিত্রকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি দিয়ে কড়া ভাষায় তোপ দেগে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যের উন্নয়ন সম্পর্কে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করে বিগত বিজিবিএস-এর বিনিয়োগ নিয়ে স্বচ্ছতার জন্য টুইটে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সেই শ্বেতপত্র প্রকাশ করতে বলেছেন ধনখড়। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হলেন রাজ্যপাল।
২০২০-২১ দুই বছর বিশ্ব বাণিজ্য সম্মেলন বন্ধ থাকার পর ২০২২-এ ২০-২১ এপ্রিল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। রাজ্যের এই ঘোষনার পরেই শ্বেতপত্র দাবি রাজ্যপাল ধনকড়ের। বিগত পাঁচ বছরের সম্মেলনে আসা বিনিয়োগের খুঁটিনাটি জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊