Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ী অঞ্চলের নতুন প্রধান হলেন বিজলী বিবি, এলাকাজুড়ে সবুজ উৎসব

ওকড়াবাড়ী অঞ্চলের নতুন প্রধান হলেন বিজলী বিবি, এলাকাজুড়ে সবুজ উৎসব





ওকড়াবাড়ী অঞ্চলের নতুন প্রধান হলেন বিজলী বিবি, এলাকাজুড়ে সবুজ উৎসব। এদিন প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান নির্বাচন হন বিজলী বিবি। এরপর দুপুরে ওকড়াবাড়ী এলাকা জুড়ে দেখা যায় সবুজ আবির খেলা।



কোচবিহার জেলার দিনহাটা ১নং ব্লকের ওকড়াবাড়ী অঞ্চলের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য। জানা যায়, ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূলের দুই গোষ্ঠীর একদল প্রধানের পক্ষে অন্যদল প্রধানের বিপক্ষে। অনাস্থা আনা হয় ওকড়াবাড়ী অঞ্চল প্রধান রেনুকা বিবির বিরুদ্ধে।



এরপর তলবি সভা হয়। রীতিমতো পাশ হয় অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব পাশ হলেও কিছু দিন ধরে প্রধানশূন‍্য ছিল অঞ্চল। এরপর আজ প্রধান গঠন হয়। অঞ্চলের নতুন প্রধান গঠন নিয়ে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়। সকাল থেকেই ছিল থমথমে পরিবেশ। কড়া পুলিশি নিরাপত্তায় ঘেরা হয় অঞ্চল এলাকা।



এলাকার তৃনমূল নেতা আলম হক বলেন, অনাস্থার পর আজ নতুন প্রধান গঠন হল। আগের প্রধান দুর্নীতিগ্রস্থ তাই অনাস্থা প্রস্তাব আনা হয়। দেখুন ভিডিও-

নতুন প্রধান গঠনের পর সবুজ উৎসব ওকড়াবাড়ী বাজারে

Posted by Sangbad Ekalavya on Thursday, November 11, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code