Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষার অগ্রগতি আনতে ভারতীয় কালাকার সংঘের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা

শিক্ষার অগ্রগতি আনতে ভারতীয় কালাকার সংঘের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা





ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার অগ্রগতি আনতে ভারতীয় কালাকার সংঘের উদ্যোগে বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো বসে আঁকা প্রতিযোগিতা। এদিনের বসে আঁকা প্রতিযোগিতায় ৬ থেকে ২০ বছর বয়স পর্যন্ত মোট ৫৫ জন অংশ গ্রহণ কারি অংশ গ্রহণ করেন।


প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থানাধিকারি ছাড়াও সকলকে দেওয়া হয় মেমেন্ট ও সার্টিফিকেট। বর্ধমান শহর ছাড়াও শহরের বাইরের অংশ গ্রহণ কারীরা এদিনের বসে আঁকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।



বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চিত্র অঙ্কনের মধ্যে রাখাহয়েছে করোনা থিম।এছাড়া আছে শান্তিনিকেতন, ও পরিবেশ দূষণ এর থিম।প্রতিবছর এই ধরনের অঙ্কন প্রতিযোগিতা করা হয়েথাকে বলে জানান তাপস ভূষণ সেনগুপ্ত।



ভারতীয় কালাকার সংঘের উদ্যোগে এই বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছোটো ছোটো ছেলে মেয়েরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code