মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  আবক্ষ মূর্তি তৈরি করে তাক লাগিয়েছেন শিল্পী সুশান্ত ঘোষ 

mamata banerjee


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে শীষ মহল। হ্যাঁ এবার শীষ মহল তৈরি হচ্ছে আসানসোলে। আসানসোলের মহিশিলাতে তৈরি হচ্ছে শিল্পী সুশান্ত ঘোষের উদ্যোগে এই শীষ মহল মিউজিয়াম। 

এখানে শিল্পী সুশান্ত বাবুর হাতের তৈরি নানান গুনিজনদের মূর্তি স্থাপন করা হয়েছে এই মিউজিয়ামে। প্রসঙ্গত শিল্পী সুশান্ত ঘোষ এর আগেও একাধিকবার বিভিন্ন কৃতি ব্যক্তিদের আবক্ষ মূর্তি তৈরি করে তাক লাগিয়েছেন আসানসোলবাসীকে। আর এবার সেই তালিকায় উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে ফুটবল সম্রাট মারাদোনা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে মহানায়ক উত্তমকুমার, সুচিত্রা সেন, রোনাল্দিন , বিরাট কোহলি , নীরজ চোপড়া। 

শুধু তাই নয় সোনার পাত দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন স্বামী বিবেকানন্দ  সহ অনেক কৃতি ব্যক্তিদের পূর্ন আবক্ষ মূর্তি। এবারে সেই সকল মূর্তির সম্বলিত এক মিউজিয়াম তৌরি করলেন শিল্পী সুশান্ত ঘোষ। আর শুক্রবারই সেই মিউজিয়াম শিষমহলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আসানসোলে।