বাংলাদেশের হিরো আলমের সিনেমায় গান গাইবেন রানু মণ্ডল
প্লাটফর্ম থেকে ভাইরাল হওয়া রানু মণ্ডলের (ranu mandal) কথা মনে আছে নিশ্চয়! এবার রানু মন্ডল গান গাইবেন বাংলাদেশের স্বঘোষিত হিরো, আলমের (hero alom) সিনেমাতে।
জানা গিয়েছে- হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর এসব সিনেমায় ব্যবহার করা হবে রানু মন্ডলের গাওয়া গান।
গত বছর ‘সাহসী হিরো আলম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হিরো আলম। এরপর ‘টোকাই’ নামে আরেকটি সিনেমা শুরু করেন তিনি।
রানু মন্ডলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন হিরো আলম। সেই আলাপচারিতার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। হিরো আলম বলেন,‘রানু মণ্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার সিনেমায় দুটি গান গাওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আশা করি, তার গানগুলো সবাই গ্রহণ করবেন।’
প্রসঙ্গত রানাঘাট স্টেশন চত্বরে ঘুরে বেড়াতো রানু মন্ডল। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি। এবার হিরো আলমের সিনেমায় গান গাইতে চলেছেন রানু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊