NASERPP WB এর পক্ষ থেকে দ্রুত বিশেষ শিক্ষক নিয়োগের দাবি নিয়ে সভা
সংবাদ একলব্য , ১৯ শে নভেম্বর ২০২১ :
আজ দিনহাটা বোর্ডিং পাড়ার মাঠে NASERPP WB এর পক্ষ থেকে বিশেষ শিক্ষক নিয়োগের দাবি নিয়ে সভা অনুষ্ঠিত হয় ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন NASERPP উত্তরবঙ্গের ইনচার্জ ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব তাপস বর্মন কোচবিহার জেলা NASERPP সংগঠনের সভাপতি রজত কর্মকার সহ জেলা কমিটির সকল সদস্যেরা ।
সভার আলোচ্য বিষয় ছিল :-
1) commissioner of disability ও অন্যান্য আধিকারিক দপ্তরে চিঠি দিতে হবে।
২) 40 বছর বয়সের বেশি বয়স যুক্ত স্পেশাল এডুকেটর-এর নথি প্রস্তুত করতে হবে সিডি বানাতে হবে।
৩) অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে রাজ্য সরকার কে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে ।
6 মন্তব্যসমূহ
We want special Education Teacher
উত্তরমুছুনবিশেষ শিক্ষক নিয়োগ করে বিশেষ শিশু দের বাঁচার সুযোগ করে দিন মাননীয়া
উত্তরমুছুনThik dabi
উত্তরমুছুনWe want special education teacher
উত্তরমুছুনSighra special Educator proti School a 4 te kore naoya hok, akhono obdhi jara jara RCI Rejistration holder, sobar Govt School a niyog kora hok, o Special Educator der agami prathhi der Future sunischit kora hok..
উত্তরমুছুনGood News
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊