Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেকর্ড গড়লেন ১০৪ বছর বয়সী Kuttiyamma

Kuttiyamma



১০৪ বছর বয়স, তাতে কি ! ইচ্ছা থাকলে তা বাস্তবায়িত করা যায়। একথাই প্রমাণ করে দেখালেন ১০৪ বছরের প্রবীণা কেরালার কোট্টায়াম জেলার বাসিন্দা কুট্টিয়াম্মা। 

যে বয়সে বার্ধক্যের ভারে নুইয়ে যান বেশির ভাগ মানুষ, সে বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কুট্টিয়াম্মা। এই বয়সেই তিনি লিখতে শিখলেন। পাস করলেন সাক্ষরতা মিশন পরীক্ষায়। শুধু পাস নয়, রেকর্ড নাম্বার সহ পাস।  

নিউজ১৮’র প্রতিবেদনে জানা যায়, ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা স্কুলের গণ্ডিই পার করেননি ছোটবেলায়। তবে তিনি পড়তে জানতেন। কিন্তু লিখতে পারতেন না। তাই সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথমে কাগজ-কলমের সাথে পরিচিত হন এই বয়সে। ধীরে ধীরে লিখতে শেখেন। কুট্টিয়াম্মার বাড়িতে সকাল ও সন্ধ্যার শিফটে ক্লাস হতো।

এরপর সম্প্রতি কোট্টায়ামের আয়রাকুন্নান পঞ্চায়েতের তরফে সাক্ষরতা পরীক্ষা পরিচালনা করা হয়। সেই পরীক্ষাতেই বসেন তিনি। তাতে শুধু যে পাসই করেছেন তা নয়, রেকর্ড নম্বরও পেয়েছেন। ১০০’র মধ্যে পেয়েছেন ৮৯!

কুট্টিয়াম্মাকে অভিনন্দন জানিয়ে কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি টুইট করেন, কোট্টায়ামের ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় ১০০’র মধ্যে ৮৯ নম্বর পেয়েছেন। তিনি দেখিয়েছেন লেখা-পড়ার কোনো বয়স হয় না। শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার সঙ্গে আমি তাকে এবং অন্যান্য নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code